‘এখনকার দিনের মতো নয়, খুব ভদ্র ছেলে’, আদৃতের প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়

আদৃত রায়

বিনোদন জগৎ মানেই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কমবেশি সমালোচনা ওতপ্রোতভাবে জড়িত। খুব কম সংখ্যক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা সমালোচনার বাইরে রয়েছে। তাদের মধ্যে থেকে একজন হলেন মিঠাই এর উচ্ছেবাবু ওরফে আদৃত রায়।

জি বাংলার মিঠাই ধারাবাহিকের হাত ধরে পথচলা শুরু, এই মুহূর্তে জি-বাংলারই ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে কাজ করছেন আদৃত। সম্প্রতি ‘মিত্তির বাড়ি’তে আড্ডায় বসলেন ঠাম্মি অর্থাৎ অনুরাধা রায়। আদৃতের প্রশংসায় পঞ্চমুখ ঠাম্মি। অভিনেতার প্রশংসায় বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা জানান, ‘এর আগে কখনও পর্দায় আদৃতের সাথে কাজ করা হয়নি। এই প্রথম কাজ করছি, হি ইজ এ ভেরি ভেরি নাইস বয় এন্ড ভেরি জেন্টালম্যান। খুব ভদ্র, ভালো ছেলে। এখনকার দিনের মতো নয়।’

অভিনেত্রীর দেওয়া সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই বেজায় খুশি আদৃত অনুরাগীরা।