অভিনয় জগত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল। একথা তিনি নিজেই জানিয়েছেন আনন্দবাজার ডট কমকে। রত্না ঘোষাল এর পাশাপাশি এবার একই পথে হাঁটতে চলেছেন অভিনেত্রী অনামিকা সাহাও? এই মুহূর্তে অনেকতাই বয়স হয়েছে অভিনেত্রীর। তাই আগের তুলনায় কাজের পরিমান অনেকটাই কমেছে অভিনেত্রীর।
এই মুহূর্তে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অনামিকা সাহা কে। অভিনয় না করার সিদ্ধান্ত নেওয়ায় কি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রবীণ অভিনেত্রী? অভিনেত্রীর মেয়ে অধ্যাপিকার সূত্রে কলকাতায় থাকেন না। বড় বাড়িতে অভিনেত্রী ও তার স্বামী একা। মূলত সময় কাটানোর জন্যই এখনও অভিনয় জগতের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আর পারছি না। রত্না একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও চাই না করতে। কিন্তু বাড়িতে একা থাকতেও ভাল লাগে না।’
শুটিং সেটে সকলের সাথে গল্প আড্ডা দিতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। আর সেই তাগিদেই কাজে আসা। তবে ছোট পর্দা নয়, বড় পর্দায় ফিরতে চান, এমনটাই জানান অভিনেত্রী। এমনকি অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনামিকা সাহা কে।