গায়ের রঙ কালো! স্বামীর কাছে সইতে হয়েছে লাঞ্ছনা, অতীত নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা

 

অনামিকা সাহা

বাংলা ইন্ড্রাস্ট্রির দাপুটে খলনায়িকা অনামিকা সাহা। টিভির পর্দায় তার মতো জাদরেল খলনায়িকা খুব কমই দেখা যায়। ৪৫ বছর ধরে ইন্ডাস্ট্রি জীবনে ৩০০ এর কাছাকাছি সিনেমায় কাজ করে ফেলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে বর্তমানে অভিনেত্রীকে আর সেইরকম ভাবে টিভির পর্দায় দেখা যায় না।

কিন্তু তার এই অভিনেত্রী সত্ত্বাকেও খুব একটা গুরুত্ব দেননি তার শ্বশুরবাড়ির লোকজন। এই প্রসঙ্গেই আড্ডা স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয় জীবনে বাপের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি, কোন পরিবারকেই পাশে পাননি।

স্বামী বোধিসত্ত্ব মজুমদার, বাংলা ছবিরই একজন জনপ্রিয় অভিনেতা হওয়া সত্বেও কোনদিন অভিনেত্রীর কাজে বাহবা দেননি। অনামিকা জানান রূপের নাকি দম্ভও ছিল তার স্বামীর মধ্যে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ও অনেক সুন্দর। আমি ওঁর মতো ফর্সা নই। ওই রকম গ্ল্যামারাস নই। হয়তো ছবিতে ভালো লাগত আমাকে। কিন্তু এমনিতে তো তা নই। তাই ওর মধ্যে একটা অহংকার ছিল।’

অভিনেত্রী আরও জানান, গায়ের রঙ চাপা ছিল বলে তাকে দেখতে গিয়ে নাকি তার শাশুড়ি কেঁদেছিলেন। এই বিষয়ে নিজের স্বামীকে প্রশ্ন করায় বোধিসত্ত্ব অনামিকাকে বলেন, ‘তুমি কালো তাই।’ তবে সেসব কোন কথার তোয়াক্কা না করেই সাম্নের দিকে এগিয়ে গেছেন অভিনেত্রী।