আজও পথেঘাটে মেয়েদের নিরাপত্তা ও স্বাধীনতার লড়াই নিয়ে প্রশ্ন ওঠে, তবে বিচার মেলে না। এবার বাস্তব ঘটনাই ফুটে উঠবে পর্দায়। নারীদের নিরাপত্তার লড়াইয়ের কথা বলবে নতুন বাংলা ছবি ‘রিয়েল ডেভিল’।
ছবির প্রযোজক হাফিজুর রহমান খান এবং রাহুল সেখ পরিচালিত রিয়েল ডেভিল নির্মিত হয়েছে আর এস ফিল্ম ওয়ার্কস-এর ব্যানারে। এই ছবির শুটিং হয় বহরমপুর, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
একজন অসহায় বাবার, তার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই এর প্রেক্ষাপটে তৈরি এই গল্প। মূলত সমাজে নারীদের নিরাপত্তা, নির্মম ধর্ষণের ঘটনা, তারসাথে রাজনৈতিক ঘটনাচক্রকে কেন্দ্র করেই লেখা এই ছবির চিত্রনাট্য।
ছবিতে ডেভিল তথা সমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টনি খানকে। অভিনেতা প্রদীপ ধর থাকছেন মুখ্য খলনায়কের চরিত্রে। দেবাশিস গঙ্গোপাধ্যায় থাকছেন কমেডি চরিত্রে। একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অনামিকা সাহাকে।
খব শীগ্রই ২ ঘন্টা ১০ মিনিটের এই ছবি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। বর্তমানে নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি কি পারবে পরিবর্তন আনতে? ছবি মুক্তির অপেক্ষায় গোটা দর্শকমহল।