বিনোদন জগতে ফের বড় ধাক্কা! প্রয়াত প্রবীণ অভিনেতা সুরেশ কুমার। আচমকাই তার মৃত্যুর খবরে টলিউডসহ সমগ্র দক্ষিণী চলচ্চিত্রজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবরে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।
‘সীতাম্মা ভাকিতলো সিরিমাল্লে চেট্টু’, ‘মহানাটি’, ‘গোলকোন্ডা হাই স্কুল’, এবং ‘এনটিআর: কাথানায়াকুড়ু’-র মতো উল্লেখযোগ্য তেলুগু ছবিতে কাজ করেছেন। বেশিরভাগ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্র জগতে আসার আগে প্রায় তিন দশক ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন এবং একাধিক নামী- জাতীয় ও আন্তর্জাতিক বহুজাতিক ব্যাংকে উঁচু পদে অধিষ্ঠিত ছিলেন। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, তেলুগু, তামিল এবং মারাঠি-তে একের পর এক কাজ করে গেছেন।
সূত্রঃ https://bengali . indianexpress.com/entertainment/actor-suresh-kumar-passes-away-heart-attack-tollywood-mourns-10978898

