বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্রে অবাধ বিচরণ তাঁর। বহু যুগ ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রবীণ-নবীনদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে খোলামেলা আড্ডায় নবীন প্রজন্মের প্রসঙ্গে মুখ খোলেন এই বর্ষীয়ান অভিনেতা।
নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গ তোলায় তিনি বিরক্তি প্রকাশ করে জানান, “আজকালকার অভিনেতা-অভিনেত্রীদের সিনিয়রদের সম্মান জানানোর পার্ট চুকে গেছে। ধরুন কোনও সিনিয়র অভিনেতা সামনে বসে রয়েছে তবুও তার সামনে পা তুলে দেয়। সামান্য সৌজন্যবোধও তাদের মধ্যে নেই।
প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন, ‘প্রচুর সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আমরা কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী দি, সাবিত্রী দি এনাদের দেখে আমরা এখনও দাঁড়িয়ে পড়ি। আর এখন সব রিল করে সেটে আসে। কাজে মনঃসংযোগ নেই, চিত্রনাট্য পড়ে আসে না। অথচ টিআরপি পেয়ে গেলে ভেবে নেউ তাদের জন্যই সিরিয়াল জনপ্রিয় হচ্ছে’।
সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের উপর কাজ পাওয়া বিষয়টা ঠিক নয়। তবে কিছুতো করার নেই। চ্যানেল সেটাই করছে। গল্পে বাবা-মা, কাকা-জ্যাঠা তাই আমাদের ডাকা হয়। কিন্তু যেদিকে পরিস্থিতি এগোচ্ছে একটু বেশি টাকা চাইলে আমাদের নেবে কিনা সন্দেহ’।