গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া

প্রেম চোপড়া

৮৯ বছর বয়সে এসে গুরুতর অসুস্থ বলিউডের ভিলেন অভিনেতা প্রেম চোপড়া। জানা গিয়েছে, শনিবার, ৮ই নভেম্বর, হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। গত তিন দিন ধরে চিকিৎকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। কি হয়েছে অভিনেতার?

বুকে সংক্রমণ বেঁধে যাওয়ার কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্ষীয়ান অভিনেতা দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তবে পর্যবেক্ষণে রাখার জন্য কিছু হাসপাতালে রাখা হবে। শারীরিক কিছু টেস্টও হয়েছে।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর জামাতা অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, প্রেম চোপড়ার হাসপাতালে ভর্তির খবর সঠিক। মূলত বয়সজনিত কারণেই হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

পাঞ্জাবি সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে কেরিয়ার শুরু করেছিলেন প্রেম চোপড়া। তাঁর ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি। ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীরা।