কাজ করেও পাননি পারিশ্রমিক, বই লিখেও জোটেনি প্রাপ্য মূল্য! আজ চরম আর্থিক দুরবস্থায় জীবন কাটাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা নিমাই ঘোষ

নিমাই ঘোষ

জনপ্রিয় ধারাবাহিক ‘জন্মভূমি’ যারা দেখেছেন, অভিনেতা নিমাই ঘোষের অভিনীত চরিত্রটি এখনও সবাই মনে রেখেছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ২০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। যদিও সেই তুলনায় প্রাপ্য সন্মান কখনই পাননি এই গুনী অভিনেতা।

অনেকেরই হয়ত অজানা, অভিনয়ের পাশাপাশি নিমাই ঘোষের অন্য এক পৃথিবী রয়েছে। সেটি হল নিমাই ঘোষের কবি সত্ত্বার কথা। খুবই ভালো কবিতা লেখেন তিনি। এত প্রতিভা থাকা সত্বেও বর্তমানে লোকচক্ষুর আড়ালেই দিন কাটছে অভিনেতার।

এমনও হয়েছে বহু ছবিতে কাজ করেও নিয়মিত পারিশ্রমিক পাননি। কাজ শেষে টাকা না পাওয়া,পরে দেওয়া হবে’ বলে এড়িয়ে যাওয়া এমন অভিজ্ঞতাও রয়েছে অভিনেতার। এমনকি তার লেখা কবিতার বই প্রকাশ পেলেও তার ন্যায্য মূল্য মেলেনি বলেই জানিয়েছেন নিমাই বাবু। ফলে আয়ের পথ ক্রমশ কমে এসেছে তার।

আজ আলো-বাতাস কম এক সরকারি আবাসনের ছোট্ট ঘরে দিন কাটছে বর্ষীয়ান অভিনেতার। কাজের সুযোগও নেই বললেই চলে। নিত্যকার খাওয়া খরচ চালানোই কঠিন হয়ে উঠেছে তার পক্ষে। দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই দিন কাটছে অভিনেতার।

একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় শিল্পী হওয়া সত্বেও বর্তমানে তাকে নিয়ে ইন্ডাস্ট্রির কোন খোঁজ খবর নেই।

নিমাই ঘোষ