দুঃসংবাদ! প্রয়াত ‘ত্রিনয়নী’ সিরিয়ালের বর্ষীয়ান অভিনেতা, মন খারাপ শ্রুতি দাসের

অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়

ফের আবারও বাংলা বিনোদন জগতের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে সকলে ‘মিঠু দা’ নামেই ডাকতেন তাকে। একাধিক বাংলা সিনেমা এবং সিরিয়ালে কাজ করেছেন তিনি।

জানা যাচ্ছে, গতকাল ৩০ শে এপ্রিল সন্ধ্যার দিকে আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। বহুদিন ধরেই নাকি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। ৩০ শে এপ্রিল বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়

মৃত্যুকালীন বয়স হয়েছিল  ৮২ বছর। কলকাতার কালিকাপুরের এক হাউজিংয়ে ভাড়া থাকতেন তিনি। তার মৃত্যুর খবর সামনে আসতেই ভীষণ মন খারাপ ইন্ডাস্ট্রির মানুষের।

অভিনেতার প্রয়াণে মন খারাপ অভিনেত্রী শ্রুতি দাসের। ত্রিনয়নী সিরিয়ালের শ্রুতির দাদুর ভূমিকায় অভিনয় করেছিলেন হরিদাস চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবরে শ্রুতি বলেন, ‘দিদিভাই ডাকটা খুব মিস করব।’