৮৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। শোকগ্রস্ত বলিউড ইন্ডাস্ট্রি। সোমবার, ২০ অক্টোবর বিকেল ৪টের দিকে দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি।
প্রয়াত অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, ফুসফুসে জল জমার কারণে মৃত্যু হয়েছে অভিনেতার। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকাহত সিনেমাপ্রেমীরা। তবে অসুস্থতা থাকলেও কখনও কাজ বন্ধ করেননি তিনি।
আসরানি তার দীর্ঘ ও সফল কেরিয়ারে কমেডিয়ান হিসাবেই সুপরিচিত। তাঁর সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক চরিত্রটি হল ব্লকবাস্টার ছবি ‘শোলে’-র ‘জেলার’। যা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সাড়ে তিনশোরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনেতার ঝুলিতে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবি।