‘আরেকটা গানের ওপারে হতে চলেছে চিরসখা’, সুদীপের প্রশংসায় পঞ্চমুখ খোদ বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ি

অভিনেতা দুলাল লাহিড়ি

এক অন্যরকম প্রেমের কাহিনী তুলে ধরা হচ্ছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’য়। এই ধারাবাহিকের গল্প খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে। ভিলেনের খোলস ছেড়ে এই ধারাবাহিকে অপরাজিতার চিরসখা হয়ে ধরা দিয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। একেবারে নতুন অবতারে সুদীপ, যা দর্শক আগে দেখেছি।

এবার সুদীপ মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ খোদ দুলাল লাহিড়ি। সুদীপ মুখোপাধ্যায় তার হোয়াটসঅ্যাপের একটি চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সুদীপ মুখোপাধ্যায়ের প্রশংসা জানিয়ে বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ি জানান, চিরসখায় দুর্দান্ত অভিনয় করছ। খুব ভালো। যত এপিসোড এগোচ্ছে তত ভালো হচ্ছে। আরেকটা গানের ওপারে হতে চলেছে। বা তার থেকেও ভালো হবে। অন্তর থেকে আশীর্বাদ করি একজন বুদ্ধিমান অভিনেতা হতে পারবি। এ সুযোগ জীবনে বারবার আসে না। আশা করি সেই সুযোগটা তুই একজন বিচক্ষণ মানুষ হিসেবে বুঝতে পারবেন।’

সেই প্রশংসা স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে সুদীপ লেখেন, ‘শ্রদ্ধেয় শ্রী দুলাল লাহিড়ির কাছ থেকে এই মেসেজ পেয়ে আমি আপ্লুত। ধন্যবাদ লীনাদি, ধন্যবাদ স্টার জলসা, ধন্যবাদ সকল দর্শকবৃন্দকে যাঁরা চিরসখা দেখছেন, ভালোবাসছেন, উৎসাহ দিচ্ছেন। আমি কৃতজ্ঞ।’