কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী, বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি একাধিক হিন্দি সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন অভিনেতা। বেশ কয়েক বছর ধরেই তিনি মুম্বইতে আলাদা থাকেন। বয়স বাড়লেও আজও নিজের গ্ল্যামার বজায় রেখেছেন অভিনেতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অসুস্থ হওয়ার খবর। যা শোনার পর থেকেই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খবর নিতে ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা।
এদিন প্রসেনজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে।’ যা শোনার পর থেকে রীতিমত স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।
গত ১৪ ডিসেম্বর ৮৮ বছরের পা দিয়েছেন ‘বাবা তারকনাথ’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বয়সজনিত কারণে শারীরিক ভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেও কোনও গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন না অভিনেতা।