অসুস্থ বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানালেন অভিনেতার ছেলে সুজন নীল মুখার্জি।
হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হলে হার্টে দুটি ব্লকেজ ধরা পরে। চিকিৎসকরা অপারেশন করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার, ১০ এপ্রিল দুপুরে অস্ত্রোপচার করানো হয়েছে।
অরুণ মুখোপাধ্যায় বয়স ৯০, বয়স হওয়ার জন্য প্রায়ই অসুস্থ থাকেন তিনি। অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় আজকালকে জানিয়েছেন বর্তমানে তাঁর বাবা স্থিতিশীল আছেন। ভালো আছেন। যদিও বর্তমানে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রেখেছেন পর্যবেক্ষণের জন্য। ঠিক থাকলে হয়তো শুক্রবার বা শনিবারের মধ্যেই বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।