অসুস্থ বর্ষীয়ান অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে ভর্তি চূর্ণী গঙ্গোপাধ্যায়ের বাবা

অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়

অসুস্থ বর্ষীয়ান অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

দুবার করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। আর তারপর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি। আনন্দবাজারকে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় জানায়, ‘বাবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন তিনি অনেকেই স্থিতিশীল আছেন। এখন আর তাঁকে টানা অক্সিজেন দেওয়া হচ্ছে না। তবে আগের থেকে ভালো থাকলেও, এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।

অভিনেত্রী আরও জানান, ‘বাবার মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হচ্ছে। ফুসফুসে সংক্রমণ হচ্ছে বারবার। গত বছরেও এই এক সমস্যা হয়েছিল। তখনও বাবাকে ভর্তি করতে হয় হাসপাতালে।’