“আমার চোখের জল খুব কম মানুষ দেখেছে…কারোর ক্ষতির কারণ…”, মুখ খুললেন ছোটপর্দার আর্য ওরফে জিতু কমল

জিতু কমল

এই মুহুর্তে ছতপর্দার সুপারস্টার জিতু কমল। যাকে অবশ্য দর্শক আর্য সিংহ রায় নামেই বেশি চেনে। জিতুর সাবলীল অভিনয় এবং ব্যক্তিত্ব অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। সত্যজিৎ রায়ের আদলে তৈরি ‘অপরাজিত রায়’ চরিত্রে জিতুর অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এমনকি এই ছবিটি তাকে আন্তর্জাতিক স্তরে পর্যন্ত খ্যাতি এনে দেয়। জিতুর পরবর্তী সমস্ত ছবিও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

বিভিন্ন সময়ে তাঁর সোজাসাপ্টা কথা এবং বিতর্কিত মন্তব্যের কারণে মাঝে মধ্যেই শিরোনামে উঠে এসেছেন জিতু। অনেক অনুরাগী তাঁর এই স্পষ্টভাষী স্বভাবকে পছন্দ করলেও, মাঝেমধ্যেই তা বড় বিতর্কের জন্ম দেয়। জিতু প্রায়ই বলেন যে তিনি কোনো অন্যায়ের সাথে আপস করেন না এবং যা সত্যি মনে করেন তা মুখের ওপর বলে দেন।

সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট নিয়ে মাঝে মাঝেই চর্চা চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা সেখানে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে জিতুকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে মাঝে মধ্যে এত সমালোচনা হয় তাতে অভিনেতার খারাপ লাগে কি না। এর উত্তরে জিতু বলেন, ‘আমার চোখের জল খুব কম মানুষ দেখেছে, আমার রাগের বহিঃপ্রকাশ যেন অন্য কারোর ক্ষতির কারণ না হয়ে যায় আমি সেটা নিয়েই ভয় পাই।’

অভিনেতার কথায় বেশ স্পষ্ট যে তিনি নিজের কষ্ট বা দুর্বলতা সবার সামনে প্রকাশ করতে পছন্দ করেন না। অভিনেতার পাশাপাশি একজন পাবলিক ফিগার হওয়া সত্ত্বেও তিনি নিজের ব্যক্তিগত আবেগগুলোকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।