বছরের শেষে অবশেষে সামনে এলো বলি অভিনেতা বরুণ ধাওয়ানের কন্যার মুখ। এতদিন মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন। তবে পাপারাজিৎ ক্যামেরায় এই প্রথমবার ধরা পড়ল অভিনেতার সন্তানের মুখ।
চলতি বছরের শেষে কন্যা সন্তানের বাবা হয়েছেন বরুণ। মেয়ের হাতের ছবি পোস্ট করলেও মেয়ের মুখ লুকিয়ে রাখেন। এখন মেয়েই তার চোখের মণি। প্রথমবার ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ শোতে এসে নিজের মেয়ের নাম সামনে আনেন। বরুণ আর নাতাশার মেয়ের নাম লারা ধাওয়ান।
সম্প্রতি মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে যান আর সেখানেই পাপারাজিৎদের ক্যামেরায় প্রথম ছবি ওঠে লারা’র। ছবি সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ছবি।