খারাপ খবর! প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বছর শেষে চারিদিকে উৎসবের আমেজের মাঝেই অভিনেতা বরুণ ধাওয়ানের জীবনে শোকের ছায়া। রবিবার ২৯ ডিসেম্বর, প্রিয়জনকদে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই এই দুঃসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন বরুণ।

অভিনেতার পোস্ট প্রকাশ্যে আসতেই শোকবার্তায় ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকেই জানিয়েছে সমবেদনা। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে অভিনেতাকে। পরিবারের একজন সদস্য যাকে যাকে আগলে রেখেছিলেন বরুন। সম্প্রতি নিজের অত্যন্ত প্রিয় শারমেয় অ্যাঞ্জেলকে হারিয়েছেন বরুণ ধাওয়ান।

ব্যস্ত শুটিংয়ের মাঝেও বরুন পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই মুহূর্তের ছবি ভিডিও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অ্যাঞ্জেলকে হারানোর খবর জানাতে পোষ্যর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বরুন লেখেন,

‘শান্তিতে ঘুমাও অ্যাঞ্জেল। আজ স্বর্গে আরও একটি এঞ্জেল যোগ দিল। এক অসাধারণ পোষ্য ও জয়ীর দিদি হয়ে ওঠার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা তোমায় খুব মিস করব। আবার দেখা হবে।’

একজন পশুপ্রেমী হিসাবে অ্যাঞ্জেলকে তিনি কতটা ভালবাসতেন তা তার লেখাতেই স্পষ্ট। এক পুরনো সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান নিজেই বলেছিলেন, তার কাছে কুকুর এবং সন্তানের মধ্যে কোনও পার্থক্য নেই। সেই কারনেই অ্যাঞ্জেলকে হারিয়ে গভীরভাবে শোকাহত অভিনেতা।

বরুণ ধাওয়ান

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)