শেষ রক্ষা হল না! প্রয়াত ওস্তাদ রাশিদ খান, বয়স হয়েছিল ৫৫

ওস্তাদ রশিদ খান

সঙ্গীতে নক্ষত্রপতন, প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সঙ্গীত জগতের সেরা শিল্পীর কণ্ঠস্বর। আজ অর্থাৎ মঙ্গলবার ৩টে ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন শিল্পী। গত ২২ শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে শেষ রক্ষা হল, স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন। খবর পাওয়া মাত্র হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, মাঝে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। চিকিৎসায় সাড়া দিয়েছিলেন বলেই জানা যায়, তবে চিকিৎসকেরা সেইসময় জানিয়েছিলেন পুরোপুরি বিপদ কাটেনি।

প্রসঙ্গত ধ্রুপদী সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডে একাধিক ছবিতে জনপ্রিয় গানগুলি তার গাওয়া। বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন তিনি।