ভারতে কেন্দ্র সরকার কিছুদিন আগে ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করেছে। যেমন টিকটক, শেয়ার ইট, ভিগো ইত্যাদি। এবার সেই একই পথে হাঁটতে শুরু করেছে আমেরিকা। দেশের সুরক্ষা এবং করোনাভাইরাসের ফলে বেশ কিছু চিনা অ্যাপ ব্যান করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে টিকটক সহ আরও চিনা অ্যাপ।
আরো পড়ুন। হংকং থেকে বিদায় নিতে চলেছে টিকটক অ্যাপ
মার্কিন সংস্থা থেকে জানানো হয়েছে এই চিনা অ্যাপগুলি ব্যান করার কথা তারা চিন্তাভাবনা করছেন। এই নিয়ে কোন সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। গত ৩০ শে জুন মোদী ৫৯ টি চিনা অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছেন।
আরো পড়ুন। টিকটকের বিকল্প ভারতীয় অ্যাপ চিংগারি ডাউনলোড ১০ মিলিয়ন পেরিয়েছে
প্লে ষ্টোর বা অ্যাপেল ষ্টোর কথাও আর দেখা যাবে না এই চিনা অ্যাপগুলি। এবং এই সিদ্ধান্তে ভারতকে স্বাগত জানিয়েছিল আমেরিকা। এবার সেই পথে হাঁটতে চাইছে মার্কিন সংস্থা।
আরো পড়ুন। টিকটক অ্যাপ সহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করল ভারত সরকার
এমনকি জিও, এয়ারটেল সহ বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টিকটক ব্লক করে দিয়েছে। এর ফলে ওই সব সংস্থার গ্রাহকরা আর টিকটক ব্যবহার করতে পারবেন না।