‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পর ফের একসঙ্গে ছোটপর্দায় ঊর্মি-রিনি ওরফে অন্বেষা-মিশমি

অন্বেষা-মিশমি

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি নায়িকা-ভিলেন জুটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। ধারাবাহিকে নায়িকার ‘ঊর্মি ‘ চরিত্রে অভিনেত্রী অন্বেষা হাজরা এবং ভিলেন ‘রিনি’ ভূমিকায় অভিনয় করেন মিশমি দাস।

গল্পে ঊর্মি আর রিনি’র রসায়ন ভালো উপভোগ করতেন দর্শক। পর্দায় সাপে নেউলে সম্পর্ক থাকলেও বাস্তবে একে অপরের ভালো বন্ধু ছিলেন অন্বেষা-মিশমি। মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন মিশমি, সেই সময় কান্নায় ভেঙে পড়েছিলেন অন্বেষা।

ধারাবাহিক শেষ হওয়ার পর তাদের ভীষণ মিস করতেন তাদের ভক্তরা। ধারাবাহিক শেষ হওয়ার বহুদিন পর ফের একসঙ্গে পর্দায় ফিরলেন তারা। এবার জি-বাংলার নতুন রান্নার শো ‘রন্ধনে-বন্ধন’-এ অতিথি হিসাবে আসছেন অন্বেষা-মিশমি। ২০ ই জুন সেই স্পেশাল পর্ব সম্প্রচার হবে টিভির পর্দায়।

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)