‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ঊর্মি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। এই ধারাবাহিকে দুই ধরণের শেডে অভিনয় করতে দেখা গেছে তাকে। প্রথমদিকে ভিলেন হয়ে দর্শকের মন জিতেছিলেন। পরবর্তীকালে ঊর্মিকে পজেটিভ দেখানো হয়।
দীপা-সূর্যের পাশাপাশি ঊর্মি আর জয়ের জুটিও দর্শকের কাছে ভীষণ প্রিয়। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রেখেছেন এই অভিনেত্রী। তবে জানেন কি? অভিনয়ের পাশাপাশি দারুণ নাচ করেন সৌমিলি।
মাঝেমধ্যে নিজের নাচের ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনো বাড়ির ছাদে আবার কখনো শুটিং সেটে নেচে রিলস বানাতে দেখা যায় ঊর্মিকে। তবে এবার পাহাড়ে গিয়ে বরফের মাঝেই জনপ্রিয় হিন্দি গান ‘তুম কেয়া মিলে’তে দুর্দান্ত নাচ ঊর্মির। অভিনেত্রী এই ভিডিও দেখে মুগ্ধ তার ভক্তরা।
View this post on Instagram