“আমার অনেক বড় ভুল হয়ে গেছে…তাই এবার…”, হাসপাতাল থেকে বাড়ি ফিরেই বড় পদক্ষেপ নিলেন দেবলীনা

দেবলীনা নন্দী

গত কয়েকদিনে আত্মহত্যার ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ার দৌলতে দেবলীনা নন্দী নামটি অসংখ্য মানুষের কাছে পরিচিতি পেয়েছে। দেবলীনা গায়িকা হিসাবে যত না জনপ্রিয়, তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ভ্লগিং শুরু করার পর। সেটাই তাঁর রুজিরুটির বড় অংশ।

হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বুঝেছেন, নিজেকে শেষ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয়, বরং বাঁচাই একমাত্র লড়াই। দাম্পত্য জীবনের টানাপোড়েন, মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং একাধিক মানসিক চাপ তাঁকে ভেঙে দিয়েছিল তাকে। ভুল সিদ্ধান্তের পথে হেটে এখন নিজেই বুঝেছেন সেই সিদ্ধান্ত কতটা ভুল ছিল।

তবে নিজের ভুল এবার শুধরে নিতে চান গায়িকা। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই বড় পদক্ষেপ নিলেন দেবলিনা। দুঃখ-কষ্টের মাঝেই লাইভে এসে দিলেন বড় সুখবর। আবার গানের মঞ্চে ফিরছেন দেবলিনা।

শীতের মরসুমে তাঁর একাধিক অনুষ্ঠান থাকে। তবে সাম্প্রতিক ঘটনার জেরে সব থমকে গিয়েছিল। দেবলীনা জানিয়েছেন, ১৫ই জানুয়ারির পর থেকে অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।

দেবলীনার কথায়, এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি উপলব্ধি করেছেন, মানুষের সঙ্গে তাঁর সংযোগের একমাত্র পথ গান। তাই আবার চেনা ছন্দে, চেনা মুক্ত মঞ্চে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদই তাঁকে নতুন করে বাঁচার শক্তি দিচ্ছে বলে জানিয়েছেন গায়িকা।

এখনও পর্যন্ত সংবাদমাধ্য়ম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি দেবলীনার পাইলট স্বামী প্রবাহ নন্দী। তিনি আশ্চর্যজনকভাবে চুপ। স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরেছেন দেবলীনা। তবুও তিনি জানিয়েছেন, সম্পর্ক ভেঙে ফেলার পক্ষপাতী নন তিনি। ভবিষ্যতে তাদের দাম্পত্য সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এখনও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Previous article৬০+ সেরা স্বামী স্ত্রী নিয়ে উক্তি । ফানি স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।