মেয়ে আর বউকে আনফলো, পরিবারের এই সদস্যকেই ফলো করেন যিশু সেনগুপ্ত, কে সে?

যিশু সেনগুপ্ত

২১ বছরের দাম্পত্য জীবন ভেঙেছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। বিচ্ছেদের কারণ হিসাবে জানা যায় অভিনেতা নাকি নিজের আপ্ত সহয়াকের প্রেমে পড়েছেন। এমনকী, মুম্বইতে দুজন লিভ ইনও করছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা ও মেয়ে সারা দুজনেই আনফলো করেন যিশুকে।

তবে যিশু বরাবরই ফলো করতেন নীলাঞ্জনা ও সারাকে। এমনকী সারার বেশ কিছু পোস্টে বাবার লাইকও চোখে পড়ত। তবে সম্প্রতি ইনস্টায় যিশুর ফলোয়ার্সের তালিকা থেকে বাদ গেল দুটো নাম, নীলাঞ্জনা শর্মা আর সার সেনগুপ্ত। তবে ছোটমেয়ে জারা সেনগুপ্তকে এখনও ফলো করেন যিশু।

অন্যদিকে অভিনয় নয়, মায়ের মতো মডেলিংকেই বেছে নিয়েছেন যিশুকন্যা। তার পোস্ট থেকে বাবা বাদ গেলেও থাকে শুধু মা আর বোনের কথা।