কৃষ্ণকলির স্লটে উমা, বয়কটের ডাক দিলেন দর্শক

উমা

আজ থেকে শুরু হচ্ছে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘উমা’। পুজোর আগে এই ধারাবাহিক নিয়ে যথেষ্ট আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কাহিনি নিয়ে আসছে উমা, বিপরীতে রয়েছে কৃষ্ণকলির নিখিল ওরফে নীল ভট্টাচার্য।

কৃষ্ণকলি এবং উমা দুটো ধারাবাহিকেই একসঙ্গে অভিনয় করতে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। এক অন্যরকম গল্প বলবে উমা। ‘উমা’ ভালো সাড়া ফেলবে ছোট পর্দার দর্শকের মনে, এমনি চিন্তাধারা করছেন পরিচালক। যার জন্য কৃষ্ণকলির স্লটে জায়গায় নিয়ে আসা হচ্ছে ‘উমা’ ধারাবাহিক।

১৩ ই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কৃষ্ণকলির স্লটে অর্থাৎ সন্ধ্যে ৭ টায় সম্প্রচারিত হবে ধারাবাহিক ‘উমা’ এবং সন্ধ্যে ৬ টায় সম্প্রচারিত হবে কৃষ্ণকলি। একই চ্যানেলে একসঙ্গে দুটি ধারাবাহিকে দুই চরিত্রে নীলকে দেখার জন্য উৎসাহিত তার ভক্তরা। অন্যদিকে বেজায় চটেছে শ্যামার অনুরাগীরা। ‘উমা’ শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিয়েছে শ্যামার অনুরাগীরা থেকে শুরু করে কৃষ্ণকলির দর্শকেরা।

সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দর্শক। কেউ লিখেছেন, “শ্যামা-নিখিলের জুটি নিজে ভেঙ্গেছে নায়ক, যেই নায়ক অনুরাগীদের দাম দেয় না, তার সিরিয়াল দেখবো না”। আবার কেউ মন্তব্য করছেন, “আবার সেই বস্তা পচা কাহিনী…ব্যাডমিন্টন, ফুটবল আবার ক্রিকেট। বয়কট ‘উমা’। এতকিছুর মাঝেও তবুও আশাবাদী নীল, তার বক্তব্য “নিখিল যেমন ভালোবাসা পেয়েছে দর্শকের, অভিমন‍্যুও পাবে”। 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here