নো বলে আউট করলো উমা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

উমা

আজকালকার বাংলা সিরিয়ালের দৃশ্য নিয়ে প্রায়ই ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। গাঁজাখুরি কান্ড দেখলেই ‘খিল্লি’ করার সুযোগ ছাড়ে না দর্শক। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের হট টপিক ‘উমা’ ধারাবাহিক।

অনেকদিন ধরেই সাফল্যের সঙ্গে জি-বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘উমা’ ধারাবাহিকটি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। এবং বিপরীতে রয়েছে নীল ভট্টাচার্য। মুখ্য চরিত্রে উমা একজন মহিলা ক্রিকেটার। এই মুহূর্তে ধারাবাহিকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে দেখানো হচ্ছে উমাকে।

এসবের মাঝে ধারাবাহিকের নতুন পর্ব ঘিরে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি গল্পের নায়িকা শিঞ্জিনী চক্রবর্তী ব্যাপক ট্রোলড হয় সোশ্যাল মিডিয়ায়। এই পর্বে দেখা গেছে, কোমরের উপর দিয়ে বল করেও একজন খেলোয়াড়কে আউট করে দিল উমা। যেটা ক্রিকেট ম্যাচে ‘নো বল’ হিসাবে ধরা হয়। কিন্তু ধারাবাহিকে ‘নো বল’-এ আউট করে দিল উমা।

ধারাবাহিকের এই দৃশ্য নিয়ে ‘খিল্লি’ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন লিখেছেন, “নো বলেও আউট করে দিল উমা, ফিক্সিং ম্যাচ নাকি দাদা”। আবার কেউ লিখেছেন “এর থেকে তো কার্টুন দেখা ভালো”।  ক্রিকেটের নিয়মকানুন না জেনেই ধারাবাহিকের গল্প বানানোর জন্য নেটিজেনের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষের দিকে।

যদিও এটা প্রথম নয়, ধারাবাহিক শুরুতে উমার উল্টো ব্যাটে সেঞ্চুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং হয়েছিল।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here