দেশের মাটির নোয়া ও মাম্পির মতোই গুরুত্বপূর্ণ উজ্জয়িনী, অকপট পায়েল

পায়েল

১৬ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছেন অভিনেত্রী পায়েল দে। বর্তমানে স্টার জলসার জনপ্রিয়  “দেশের মাটি” ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। উজ্জয়িনী-র চরিত্রে বেশ নজর কেড়েছেন। ‘দেশের মাটির’ ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছে নোয়া অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস।

বর্তমানে এই ধারাবাহিকে নোয়া বাদেও আরও এক চরিত্র মাম্পি বেশ জনপ্রিয়। তাহলে নোয়া -মাম্পি চরিত্রই এই ধারাবাহিকের প্রাণকেন্দ্র? উজ্জয়িনী চরিত্র কি ঢাকা পড়ে যাচ্ছে? অনেকেই এই নিয়ে মন্তব্য করেন। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন উজ্জয়িনী অর্থাৎ অভিনেত্রী পায়েল দে।

 

View this post on Instagram

 

A post shared by Payel De (@de.payel)

অভিনেত্রী পায়েল জানায়, “দেশের মাটি ধারাবাহিকে প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটিই মুখ্য চরিত্র। প্রত্যেকটি জুটি এক-একটি কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। ঠিক তেমন উজ্জয়িনী-ডোডো সমীকরণ”।

লীনা গঙ্গোপাধ্যায় ‘উজ্জয়িনী’ চরিত্র যেভাবে লিখছেন, অভিনেত্রী ভালোবেসে ফেলেছেন। অন্যান্য চরিত্র থেকে একেবারেই ভিন্ন উজ্জয়িনী’ চরিত্র। অভিনেত্রী কথায়, উজ্জয়িনী একজন আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা মহিলা। ফলে নোয়া ও মাম্পির মতোই উজ্জয়িনীর গুরুত্ব কম নয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here