‘আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত’… উদয়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন স্ত্রী অনামিকা

অনামিকা চক্রবর্তী

অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং, টেলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি। উদয়- অনামিকা দু’জনেই ছোটপর্দার চেনা মুখ। বর্তমানে অনামিকাকে পর্দায় দেখা না গেলেও উদয়ের কেরিয়ার কিন্তু তুঙ্গে। ‘পরিণীতা’র রায়ান এখন বেশ জনপ্রিয়।

অনামিকা তেমনভাবে কাজের সঙ্গে যুক্ত না থাকলেও উদয়কে নিয়ে সবসময় গর্ববোধ করেন অনামিকা। উদয়ও চেষ্টা করেন কাজের ফাঁকে অনামিকাকে সময় দিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উদয়ের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা।

অনামিকা লেখেন, ‘শুভ জন্মদিন স্বামী। তোমার সঙ্গে প্রত্যেকটা দিন যেন একটা উপহারের মতো। যেভাবে তুমি নিজেকে ধীরে ধীরে তৈরি করছ তা দেখে সত্যিই ভীষণ গর্ব অনুভব হয়। আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত।’

অনামিকা আরও লেখেন, ‘তুমি আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছো, এমনকি কঠিন সময়গুলো তুমি আমার পাশে থেকে সবকিছু সহজ করে দিয়েছো। থ্যাঙ্ক ইউ আমার সবথেকে নিরাপদ স্থান হওয়ার জন্য। ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। আবারও শুভ জন্মদিন।’

ছবিতে উদয়-অনামিকার সাথে দেখতে পাওয়া যাচ্ছে অনামিকার প্রিয় পোষ্যটিকে। পোষ্যকে কোলে নিয়েই কেক কাটতে দেখা যায় উদয়কে।