পরপর বাংলার পাঁচ সপ্তাহ টপার, শীর্ষস্থানে থাকার আসল রহস্য ফাঁস করলেন নায়ক উদয়

অভিনেতা উদয় প্রতাপ সিংহ

পরপর পাঁচ বছর বাংলার টপার স্থানে রয়েছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। যার মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেতা উদয় প্রতাপ সিংহ এবং অভিনেত্রী ঐশানী। রায়ান-পারুলের জুটি অল্প সময়ের দর্শকের মন জিতে নিয়েছে।

এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর নায়কের চরিত্রে ফিরেছেন উদয়। আর তাতেই বাজিমাত। তবে পরপর বাংলার টপার হওয়ার রহস্যটা কি? অবশেষে মুখ খুললেন অভিনেতা।

শুটিংয়ের ফাঁকে নায়ক বললেন, ‘কোনও কাজের খারাপ ফলাফল হলে তখন কারণ অন্বেষণ করা সহজ। কিন্তু সেটা ভাল হলে তার কারণ বিশ্লেষণ করা কঠিন হয়ে দাঁড়ায়। রাতে বাড়ি ফিরে দর্শক সাধারণত একটু হালকা চালে কোনও আধুনিক গল্প দেখতে পছন্দ করেন। আমাদের ধারাবাহিক সেই চাহিদা পূরণ করে।’

ধারাবাহিক টপার হওয়ার আসল কারণ হিসাবে উদয় বললেন, ‘পরিচালকের বয়স কম। তাই অনেক নতুন ধরনের ভাবনা ও বাস্তবায়িত করে। সেটাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’ আগামীকাল টিআরপির প্রসঙ্গ অভিনেতা জানান, ‘দায়িত্ব বেড়েছে, সেটা বুঝতে পারি। প্রতি দিন শুটিংয়ে যেতেও ভাল লাগছে। এই অনুভূতিটা যত দিন থাকবে, তত দিন আরও ভাল করার তাগিদটা মনের মধ্যে রয়ে যাবে।’

সুত্রঃ www . anandabazar . com