ক্রিকেট পেশা থেকে অভিনয় জীবন, প্রাক্তনের সাথে বিয়ে ভাঙা থেকে অবসাদ! শত বাধা পেরিয়ে আজ বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং

অভিনেতা উদয় প্রতাপ সিংহ

বাংলার টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং। যিনি এই মুহূর্তে জি-বাংলার পরিণীতা ধারাবাহিকে নায়ক রায়ানের চরিত্রে অভিনয় করছেন। এই প্রথম নায়কের চরিত্রে অভিনয় করছে উদয়। এর আগে যে’কটি ধারাবাহিকে অভিনয় করেছে প্রত্যেকটি পার্শ্বচরিত্রে।

বাংলার পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন উদয়। তবে নায়কের চরিত্রে দারুণ খ্যাতি লাভ করেছেন। মিঠাই ধারাবাহিকেও তার চরিত্রটি বেশ চর্চিত হয়েছিল। তবে অভিনয় জীবনে এত সহজে সফলতা আসেনি। উদয় আসলে বাঙালি নয়, হিন্দি হল মাতৃভাষা। তবে অবাঙালি হয়ে খুব সুন্দর বাংলা বলেন, তাকে দেখা বোঝার উপায় নেই।

অভিনয়ে আসার আগে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। বাংলার হয়ে স্টেট লেভেলেও খেলেছেন উদয়। তবে ভাগ্য তাকে অভিনয় জগতে টেনে আনেন। হয়তো অনেকেই জানেন উদয় বিবাহিত। অনামিকা চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেছেন উদয়।

তবে মাঝে উদয়ের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছিল। অনামিকার সঙ্গে সম্পর্ক জড়ানোর আগে এক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন উদয়। তার প্রাক্তন প্রেমিকার নাম সৃজিতা মুখার্জি। উদয়ের ছোটবেলার বন্ধু ছিল সে। দুজনের বিয়ে ঠিক হয়ে যায়, বাগদানও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ২০২০ সালে তাদের বিয়ের কথা থাকলেও ভেঙে যায় সেই সম্পর্ক। সৃজিতার সঙ্গে সম্পর্ক ভাঙার পর কষ্ট পেয়েছিলেন উদয়। তবে সব সামলে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসেন।