
টেলি পাড়ায় একের পর এক দাম্পত্য ফাটল, নীল-তৃণা’র পর এবার উদয়-অনামিকা? ২০২৩ সালে সকলের আড়ালে বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। প্রায় দুই বছর সুখে দাম্পত্য জীবন উপভোগ করছিলেন।
আচমকাই দাম্পত্য ফাটল? অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রাতাপ সিংহ টলি পাড়ার হ্যাপিলি মেরেড কাপল হিসাবেই পরিচিত। দীর্ঘদিন ধরেই হাতে কাজ নেই অনামিকার, এদিকে স্বামীর বর্তমানে ছোটপর্দার নায়ক। উদয়ের জনপ্রিয়তা কি নেপথ্যে কারণ? উত্তর অধরা।
উদয় প্রতাপ সিং এবং অনামিকার চক্রবর্তীর দাম্পত্য ঠিক নেই তা স্পষ্ট তাদের সোশ্যাল একাউন্ট। আচমকাই বিয়ের ছবি থেকে উদয়ের সাথে তোলা ছবি সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে মুছে দিলেন অনামিকা। আর তার পরেই জল্পনা বাড়ছে। কিছুদিন আগেই একটি পোস্টে নিজেকে একা বলে দাবি করেছেন অভিনেত্রী।
তাহলে কি সত্যি ঘর ভাঙছে তাদের? এখনো দুই তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে টেলি পাড়ার তারকাদের দাম্পত্য সম্পর্কে যে ঠুনকো তা ইদানীং তার প্রমাণ মিলছে।
