দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাঁড়ির খবর ফাঁস করলেন উড়ানের নায়িকা রত্নাপ্রিয়া দাস

রত্নাপ্রিয়া দাস

কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার উড়ান ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস। রত্নাপ্রিয়া চরিত্রে সকলের মন জয় করে নেন।

ধারাবাহিক শেষ হওয়ার পর এবার দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন  অভিনেত্রী। সেই প্রোমো প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রোমোতে দেখা যাচ্ছে রত্নাপ্রিয়া জানান তিনি ভীষণ পিটপিটে। অভিনেত্রীর কথা শুনে অবাক হন সকলে। রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন মা খুব খুশি হয়? রত্নাপ্রিয়া বলেন, ‘মা বরং একটু উল্টো’। তার মুখে এই কথা শুনে হেসে ওঠেন রচনা। পূজারিণী এদিন জানান তিনি ভালো রান্না করতেও পারেন।