বর্তমানে সিনেমার চেয়ে বাংলা সিরিয়ালের চাহিদা বেশি। সন্ধ্যে হলেই মানুষ বসে পড়ে টিভির পর্দায় তাঁর প্রিয় সিরিয়াল দেখার জন্য। আজকাল বাংলা সিরিয়ালে নামের ট্রেন্ড চলছে। নায়িকারা নায়কের নামের পরিবর্তে তাদের দেওয়া ডাকনামে ডেকে থাকেন। নায়কদের এই ডাকনাম গুলোই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়।
যেমন ধরুন, মিঠাই ধারাবাহিকে মিঠাই তাঁর বরকে ‘উচ্ছেবাবু’ বলে ডাকে। তারপর থেকেই সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়কে পর্দায় বাইরেও ‘উচ্ছেবাবু’ বলেই ডেকে থাকেন তাঁর অনুগামীরা। এইভাবেই প্রত্যেক সিরিয়ালে নামের পর ‘বাবু’ যোগ করা যেন ট্রেন্ড হয়ে গিয়েছে। উদাহরণ- টুকাইবাবু, ব্যাংক বাবু, উকিলবাবু, ডাক্তার বাবু ইত্যাদি।
তবে সেসব নাম এখন অতীত। বাজারে এবার এল নতুন নাম ‘ছবিবাবু’। নতুন শুরু হওয়া ‘মাধবীলতা’ ধারাবাহিকে নায়িকা নায়ককে ইতিমধ্যে এই নাম দিয়ে ফেলেছেন। মাধবীলতা সবুজকে ‘ছবি বাবু’ বলে ডাকেন। এটা শোনার পর থেকেই নেটিজেনদের অধিকাংশ ট্রোলড করা শুরু করেছেন। নেটিজেনরা বলছেন, “এখন বাংলা সিরিয়ালে বাবুদের ছড়াছড়ি, এই নামটাই বাকি ছিল”।