পর্দায় এবার গয়েন্দাগিরি করতে আসছে দুই খুদে শিশুশিল্পী আরুশ-ঋদ্ধিমান। কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে পর্দায় আসছে ‘ব্যোমকেশ’ এর ছোটবেলা। বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য সিরিজের আকারে আসছে ছোট ব্যোমকেশের গল্প। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘আরুশ দে’কে।
সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে ঘড়ি, তার প্রথম লুক যেন সত্যিই সত্যান্বেষী। অন্যদিকে আরুশের মোশন পোস্টার ভাগ করে সমাজমাধ্যমে টিম হইচই লেখে, ‘বয়স কম, বুদ্ধি বেশ! দুষ্টুমির নেই কোনও শেষ! গোয়েন্দা নয়, সত্যান্বেষী, আমাদের ছোট ব্যোমকেশ।’
ব্যোমকেশ যখন আসছে তখন অজিত তো থাকবেই। ‘অজিত’ চরিত্রে দেখা যেতে চলেছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়কে। ঋদ্ধিমানের পোস্টে লেখা, ‘নিজের কনফিডেন্টকে নিয়ে কনফিডেন্ট সে। প্রেজেন্টিং ব্যোমকেশের বেস্ট ফ্রেন্ড অজিত।’
আরুশকে এর আগে দর্শক দেখেছেন বিভিন্ন ধারাবাহিকে। এছাড়াও ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ ‘বাঘা’ অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে, সৌরভ পালোধির পরিচালনায় ‘অঙ্ক কি কঠিন’ ছবিতে অভিনয় করেছে ঋদ্ধিমান। এবার দুই খুদে জুটির রহস্য সমাধান দেখতে চলেছেন দর্শকমহল।