এবার নতুন প্রোজেক্টে একসঙ্গে ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী মানালি দে এবং অভিনেত্রী সৃজলা গুহ। দুজনেই ছোটপর্দার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে।
মানালি বহুদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সেদিক থেকে সৃজলা নতুন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন পর্দায়। এরপর বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন।
এবার মানালি আর সৃজলাকে দেখা যাবে হৈ চৈ এর একটি সিরিজে। সিরিজের গল্প ত্রিকোণ প্রেম নিয়ে। অরিন্দম আর মিথিলা (মানালি)-র বিবাহিত জীবনে সুখের সংসার। চাকরির খাতির হলদিপুরে আসে অরিন্দম। আর সেখানে প্রেমে পড়ে তার ছাত্রী পল্লবী (সৃজলা)। অরিন্দমের প্রতি সে এতটাই মুগ্ধ যে যেকোনো প্রকারে তাকে পেতে চায়। অরিন্দম আর মিথিলার মধ্যে ঢুকে পড়ে সে। এইভাবেই এগোবে সিরিজের গল্প।