
বর্তমানে টেলি পাড়ার মিষ্টি কাপল শ্বেতা-রুবেল। দুই মাস আগেই বিয়ে করেছেন তারা। দীর্ঘদিন প্রেম করার পর সাত পাঁকে বাধা পড়েন তারা। দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ।
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে, অন্যদিকে রুবেল অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। নতুন সংসার নিয়ে তারা খুশিতে রয়েছেন।
তবে এবার একটি ছোট অতিথিকে পেয়ে বেজায় খুশি শ্বেতা। নিজের সেই খুশির জিনিসটি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের জীবনে নতুন অতিথির নামও ঠিক করে নিয়েছেন।
শ্বেতা-রুবেলের ঘরে কে এই ছোট্ট সদস্য? জানলে অবাক হবেন। আসলে অভিনেত্রীর এক অনুরাগী তাকে একটি ছোট পুতুল উপহার দিয়েছেন। আর এই ছোট পুতুলটিকে নিজের মেয়ে বানিয়ে ফেলেছেন শ্বেতা। তার আবার নামকরণ করেছেন। নাম দিয়েছেন তুর্তুরি। একটি চাবির রিং এর পুতুলটি শ্বেতা সবসময় নিজের কাছে রাখতে চায়।
সূত্রঃ https://binodonxp . com/entertainment/serial/a-new-member-has-arrived-in-sweta-rubels-life-26483