টিআরপি তালিকায় গত দুই সপ্তাহে জি-বাংলার সিরিয়ালের বেজায় হাল। স্টার জলসার একাধিক ধারাবাহিক জি এর ধারাবাহিকগুলিকে টেক্কা দিয়ে স্লট লিড। অন্যদিকে, জি-বাংলার নতুন দুটি ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে যদিও এখনো সময় সামনে আসেনি।
তার মাঝেই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল। সময় পাল্টে গেল দুই মেগা ধারাবাহিকের। কুসুম আর তুই আমার হিরো। আচমকাই সময় পাল্টে যাওয়ায় হতাশ হয়েছেন দর্শকেরা।
কুসুম ধারাবাহিকে 27 শে জানুয়ারি থেকে সন্ধ্যে ৬.০০ টায় আর তুই আমার হিরো ধারাবাহিক সম্প্রচার হবে ৫.৩০ টায় অর্থাৎ দুই ধারাবাহিকের স্লট বিনিময় হয়েছে। তবে নতুন দুই ধারাবাহিকের জন্য কোন মেগা বন্ধ হয়ে যাবে তা এখনো স্পষ্ট নয়।



