৬৭ তম জাতীয় পুরস্কারে সেরা স্থান পেল বাংলার দুই ছবি

বাংলার দুই ছবি

২০২১ সালের ৬৭ তম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ‘গুমনামী’ ও ‘জ্যেষ্ঠপুত্র’। সেরা ছবির তালিকায় জায়গা করে নিল বাংলার দুই ছবি । আজ বাঙালির কাছে সত্যি গর্বের দিন। সেরা বাংলা ছবির জন্য পুরস্কৃত হল গুমনামী।

২০১৯ সালে এই দুই ছবিতে বুম্বাদার অভিনয় উচ্চপ্রশংসিত ছিল। সেরা অ্যাজপ্ডেট চিত্রনাট্যের পুরষ্কারও জিতে নিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’। বাংলার দুই ছবি মিলিয়ে বাংলা চলচ্চিত্র জগতেকে মোট ৪ টি পুরস্কার এনে দিল।

‘গুমনামী’-তে নেতাজির চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। পাশাপাশি ‘জ্যেষ্ঠপুত্র’-এ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রসায়ন বাঙালির আজও মনে আছে। বাংলার এত বড় জয়ের খবর শুনে নিজেকে গর্বিত মনে করেছেন বুম্বাদা।

সৃজিতকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের মত এটা বাংলা চলচ্চিত্রের জয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here