‘তাই আর গান করি না…’, গান নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী

অজয় চক্রবর্তী

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী ব্যক্তি হলেন অজয় চক্রবর্তী। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। এদিন গানবাজনা এবং ‘ভাইরাল ট্রেন্ড’ নিয়ে তাকে মুখ খুলতে দেখা যায়।

আজকাল মানুষের অর্ধেক সময় কাটছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না। গান ভাইরাল মানেই সেটা ‘ট্রেন্ড’ হয়ে যায়। যেমন রানাঘাট স্টেশনে গান গাইতে গাইতে ভাইরাল হন রানু মন্ডল তো আবার বাদাম বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল হয়ে যান ভুবন বাদ্যকর।

এই ‘ভাইরাল ট্রেন্ড’ কতটা প্রভাব ফেলছে সঙ্গীত জগতে? উত্তরে সঙ্গীতশিল্পী স্পষ্ট জানান, “আমি এখন গান করি না। কারণ, আমার মনে হয় যে এই সঙ্গীত সবার সঙ্গে মিশিয়ে ফেললে, তার অভিনবত্ব বোঝানো মুশকিল। ফলে যে দিকে সবাই যায়, সে দিকে যাই না। কিন্তু, আমার অন্য গানের প্রতিও সমান শ্রদ্ধা রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘লতা মঙ্গেশকর আজ লতা মঙ্গেশকর হতেন না, যদি রাগসঙ্গীত না থাকত, বা আশা ভোঁসলেও হতেন না। সুতরাং, যাঁরা শ্রেষ্ঠ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই রাগসঙ্গীতের কাছে ঋণী। সেটা প্রকাশ্যে আমাদের সঙ্গে তাঁরা বহু বার বলেছেন। আমাকে লতাজি নিজে বলেছেন, ‘আপনি কৌশিকীকে (চক্রবর্তী) কী ভাবে শিখিয়েছেন, সেটা দেখার জন্য আমাকে আবার এক বার আসতে হবে। এটা তো আমার কৃতিত্ব নয়, এটা ভারতীয় সঙ্গীতের কৃতিত্ব।”

‘ভাইরাল’ গানের প্রসঙ্গে তিনি বলেন, “কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। যে যেটা ভালবাসে সেটা করবে। সবটাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করছে।”

সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/ajay-chakrabarty-on-modern-music-and-relevance-of-classical-music-dgtl/cid/1651992