
বিয়ের কুড়ি বছর পার করে ফেললেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর দূর্বা বন্দ্যোপাধ্যায়। ২০০৪ সালে বইমেলায় আলাপ হয় তাদের। একে অপরকে মন দিয়ে ফেলেন। ২০০৫ সালের ১৪ই জুন সাত পাকে বাঁধা পড়েন। দেখতে দেখতে দাম্পত্যের ২০ বছর পার হয়ে গেল।
বিবাহবার্ষিকীর দিন সকাল সকাল স্ত্রীর সঙ্গে পুরনো আর একটি নতুন ছবি শেয়ার করে লেখেন, ‘কুড়ি কুড়ি বছরের পার’। তাদের প্রেম এখনো তাজা আগের মতোই। বিচ্ছেদের যুগে এত বছর ধরে সুখী দাম্পত্য কাটাচ্ছেন তারা।
একসময় স্বামীর প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মানুষ মাত্রেই বহুগামী। একাধিক প্রেম থাকাটাই স্বাভাবিক। পাশাপাশি, মানুষ বলেই আমরা নিজের উপরে নিয়ন্ত্রণ হারাই না।’