‘অশিক্ষিত কনটেন্ট ক্রিয়েটর…’, গো-মাংস বিতর্কে সায়ককে চাঁচাছোলা জবাব ত্বরিতা চট্টোপাধ্যায়ের

সায়ক চক্রবর্তী

ফের শিরোনামে অভিনেতা ব্লগার সায়ক চক্রবর্তী। সায়ককে নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। এবার গো-মাংস বিতর্কে জড়িয়ে ফের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে অভিনেতা।

সায়কের একটি ভিডিও এখন প্রশ্নের মুখে। সায়কের একটি ব্লগে দেখা যায়, পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁ ‘অলিপাব’ এ যায়। অভিনেতাকে না জানিয়ে মটনের বদলে গো-মাংস দেওয়া হয়। এই নিয়ে অভিযোগ আনেন সায়ক।

সায়ক মাংসটা পুরো খাওয়ার পর বুঝতে পারে গো-মাংস। সেখানে ওয়েটারকে ডেকে সায়ক তার উপর চড়াও হয়। সায়ক ওয়েটারকে বলেন, ”আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না বলেই কী করে গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন? আপনার ধর্ম কি? আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” ওয়েটার স্বীকার করে নেন, তিনি ভুল করেছেন। এরপর পাবের অন্যান্য ব্যক্তিদেরকে নিজের অভিযোগের কথা জানান সায়ক। । খাবার সংক্রান্ত ব্যাপারে সতর্ক করতে চান। তবে অভিনেতার সেই ভিডিও হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়বস্তু।

অনেকের মতে ইচ্ছে করে সায়ক কন্টেন্টের জন্য এই নাটক করছে। আবার কারো দাবি ইচ্ছাকৃত ভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে।  সায়কের সেই ব্লগ এখন ভাইরাল।

শুধু সাধারণ মানুষ নয়, এই ঘটনায় সায়ককে বিদ্রুপ করতে ছাড়েননি ইন্ডাস্ট্রির লোকেরাই। এবার সায়ক চক্রবর্তীকে চাঁচাছোলা জবাব আরেক অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।

সায়কের নাম না নিয়েই ত্বরিতা ফেসবুকে লেখেন, “এক দল অশিক্ষিত content ক্রিয়েটর যারা content নয় scene create করে । ওরে ওষুধ কটা খেলি তাও জানিস না আবার beef খাসনি কোনদিন তাই mutton ভেবে নিলি? দুর্বল story writing!!!What next?”।

প্রসঙ্গত, এর আগে দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনায় জড়িয়ে পড়ে কটাক্ষের শিকার হন।