ছোটপর্দার অধিকাংশ ধারাবাহিকে এখন নারী কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি। পুরুষতান্ত্রিক সমাজে এক নারীর জীবন সংগ্রামকে তুলে ধরা হচ্ছে গল্পে। সংসার সামলে চার দেওয়ালের বাইরে পা রাখছে তারা। যেমন- উমা, সর্বজয়া, মিঠাই, আলতা ফড়িং, যমুনা ঢাকি-র মতো একাধিক ধারাবাহিক।
তবে এবার এদের তালিকায় যোগ দিতে চলেছে আরও এক নারী কেন্দ্রিক গল্প ‘টুম্পা অটোওয়ালি’। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় কারা রয়েছেন এখনও স্পষ্ট নয়। কিন্তু জানা যাচ্ছে, টুম্পা নিজের পরিবার সামলানোর পাশাপাশি অটোরিকশায় ড্রাইভার থাকবেন। এক নতুন জুটির খোঁজ চলছে ধারাবাহিকের জন্য।
মজার ব্যাপার হল, এই প্রথম নয় বাংলা টেলিভিশনে একজন মহিলা অটোরিকশা চালকের গল্প আগেই দেখানো হয়েছিল। রোহান ভট্টাচার্য এবং স্বস্তিকা দত্ত অভিনীত ‘ভোজো গোবিন্দ’-এ দর্শকরা পূরবীকে দেখেছেন, যিনি একটি অটো চালাতেন। অন্যদিকে টিভি শো ‘বিজয়িনী’তেও একই রকম চরিত্র ছিল। সেখানে অটোরিকশার বদলে টোটো চালাতেন কেকা।
Sir contest আনুন please please please 🙏