বাংলা ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা, সবেতেই ‘মা’ চরিত্রে দর্শকের ভীষণ পছন্দের অভিনেত্রী তুলিকা বসু। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষের পর বেশ কয়েক মাস তেমন পছন্দের কাজ পাননি অভিনেত্রী। অবশেষে নতুন যাত্রায় পা রাখতে চলেছেন তুলিকা।
এবার যাত্রা পালায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তার সেই বিশেষ যাত্রা পালার নাম ‘আমার মা আমার নয়’। ইতিমধ্যেই দু’টি জায়গায় শো করে ফেলেছেন তুলিকা। যাত্রা পালার পাশাপাশি সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দর্শকেরা দেখতে পাচ্ছেন তুলিকাকে।
এই প্রসঙ্গে তুলিকা বলেন, “ধারাবাহিক এবং যাত্রা দুই-ই করব। সেই ভাবেই সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে যাত্রার অভিজ্ঞতা প্রথমবার। এ এক দারুণ অভিজ্ঞতা। আমি দারুণ উপভোগ করছি। আমার অভিনয় চর্চাও হচ্ছে’। ‘আমার মা আমার না’ যাত্রাপালায় মায়ের চরিত্রে অভিনয় করছেন তুলিকা”।
শুধু পর্দায় নয়, বাস্তবেও মায়ের মতো সকলকে আগলে রাখতে ভালোবাসেন তুলিকা। অভিনেত্রীর জীবনে অভিনয় যেন অক্সিজেনের মতো, অভিনয় জগতকে তিনি তার পরিবার বলেই মনে করেন। সবমিলিয়ে এই নতুন যাত্রাপথ দারুন উপভোগ করছেন অভিনেত্রী।