জি-বাংলার অন্যতম একটি ধারাবাহিক হল ‘উড়ন তুবড়ি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি এবং ‘দুগ্গা দুগ্গা’ খ্যাত অভিনেতা স্বস্তিক ঘোষ। শুরু থেকে ধারাবাহিকটি সেভাবে দর্শকমহলে নজর কাড়তে পারেনি।
এক মা এবং তিন মেয়ের জীবনে বেঁচে থাকার লড়াই নিয়েই শুরু হয় ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের গল্প। অনেকেই হয়তো জানেন, প্রথম থেকেই ধারাবাহিকে দেখানো হয় তুবড়ি’র একটি চপের দোকান রয়েছে। সেই দোকান চালায় সে। কিন্তু গল্প যত এগোয় ধারাবাহিকের মোড় বদলাতে থাকে। ভাগ্যচক্রে নায়ক অর্জুনের সঙ্গে বিয়ে হয়ে যায় তার। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসার পর এই ধারাবাহিক নিয়ে ট্রোলড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘উড়ন তুবড়ি’র নতুন প্রোমোতে দেখানো হয়েছে পুলিশের চাকরি পেয়েছে তুবড়ি। পুলিশের পোশাকে তুবড়ি। তার শাশুড়ি তাঁকে জানায় ‘পুলিশের চাকরি করে আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে আবার আশীর্বাদ চাইতে এসেছো’। কিন্তু সেইসময় পাশে এসে দাঁড়ায় স্বামী অর্জুন। তুবড়ি মাথায় পুলিশের টুপি পরিয়ে বলে ‘জীবনের সব বাধা পেরিয়ে এগিয়ে যাও তুবড়ি’।
এই প্রোমো দেখার পর থেকেই এই দৃশ্য নিয়েই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের মতে ‘ চপ ভাজতে ভাজতেই পুলিশ অফিসার হয়ে গেল তুবড়ি’। আসলে ধারাবাহিক শুরু হওয়ার আগে তুবড়ির পেশা হিসাবে দেখানো হয়েছিল চপের দোকান কেন্দ্র করে কিন্তু ধারাবাহিকের মাঝে আচমকা পুলিশ হওয়ায় অবাক দর্শক। যদিও নিজের বৌভাত ফেলে তুবড়ি পুলিশের পরীক্ষা দিতে গিয়েছিল এমনটাই দেখানো হয়েছিল গল্পে।
View this post on Instagram