লাফিয়ে লাফিয়ে কমছে ‘দিদি নং ১’ এর TRP, শো বয়কটের ডাকে সরব নেটপাড়া

রচনা বন্দ্যোপাধ্যায়

বাংলা টিআরপির তালিকায় জি-বাংলার ‘দিদি নং ১’ শো নিয়ে বাড়ছে কপালে চিন্তার ভাঁজ। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে কমছে টিআরপি। এদিকে এক নাগাড়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো বয়কটে সরব গোটা নেটপাড়া।

তাহলে কি আগামীদিনে বাংলার জনপ্রিয় এই শোয়ের ইতি ঘটতে চলেছে? নাকি পাল্টে যাবে সঞ্চালিকা? উত্তর মেলেনি। জি-বাংলার এই মেগা শোয়ের টিআরপির দিকে নজর রাখলে দেখা যাচ্ছে গত ৮ ই আগস্ট সাপ্তাহিক গড় TRP ছিল ২.৪ এবং স্পেশাল চার্টে সানডে ধামাকা এপিসোডে TRP ছিল ৫.৩ নম্বর। ১৬ ই আগস্ট অর্থাৎ ঠিক এক সপ্তাহ পরে টিআরপি পড়ে সাপ্তাহিক গড় TRP এসে দাঁড়ায় ২.৩ এবং স্পেশাল চার্টে সানডে ধামাকা এপিসোডে TRP ছিল কমে ৫.৭। অর্থাৎ ১.০ নম্বর কমে যায়।

এদিকে গত ২২ শে আগস্ট ‘দিদি নং ১’-এর সাপ্তাহিক গড় TRP ছিল 2.2 এবং চলতি সপ্তাহে টিআরপি আরও কমে দাঁড়ায় ১.৮ অর্থাৎ দিনের পর দিন কমছে টিআরপি। এদিকে রাজ্যের এই পরিস্থিতির জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের শো বয়কট ডাক দিয়ে চলেছেন নেটিজেন। তাদের দাবি শো বন্ধ করুন না হলে হোস্ট পরিবর্তন করুন। এদিকে রচনা গত ১০ বছরের বেশি সময় ধরে এই শো সম্প্রচার করছে।