নির্দিষ্ট সময় মতো প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। সকলকে টেক্কা দিয়ে ১৩ বার বাংলার টপার হল জি-বাংলার পরিণীতা ধারাবাহিক। দ্বিতীয় স্থান দখল করল জগদ্ধাত্রী এবং ফুলকি ধারাবাহিক।
তৃতীয় স্থানে জায়গা করল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক। চতুর্থ স্থান দখল করল আজকের নায়ক পরশুরাম। পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং কথা ধারাবাহিক।
গীতা এলএলবি-কে হারিয়ে স্লট লিড করল নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক-কে হারিয়ে স্লট লিড করল গৃহপ্রবেশ ধারাবাহিক।
প্রথম – পরিণীতা (৭.০)
দ্বিতীয় – ফুলকি । জগদ্ধাত্রী (৬.৯)
তৃতীয় – রাঙামতি তীরন্দাজ (৬.৬)
চতুর্থ – পরশুরাম (৬.৪)
পঞ্চম – চিরদিনই তুমি যে আমার । কথা (৬.০)
ষষ্ঠ – গৃহপ্রবেশ (৫.৭)
সপ্তম – গীতা LLB । কোন গোপনে মন ভেসেছে । চিরসখা (৫.৪)
অষ্টম – অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৫.০)
নবম – মিত্তির বাড়ি (৪.৭)
দশম – দুগ্গামণি ও বাঘমামা (45min) (৩.৭)