বিগত কিছু সপ্তাহ ধরে ‘মিঠাই’ ধারাবাহিকের থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে সোলাঙ্কি রায় অভিনীত ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি। TRP লিস্টে বেশ বড়সড় চমক দিচ্ছে এই ধারাবাহিক। তবে চলতি সপ্তাহে রাহুলের পর্দা ফাঁসের কাহিনীতে রেটিং চার্টে বেশ ফারাক ‘গাঁটছড়া’র নম্বর।
এসপ্তাহে TRP নম্বর অনেকটাই কম ‘গাঁটছড়া’ ধারাবাহিকের। যদিও প্রথম স্থান বজায় রাখতে পেরেছে খড়ি-ঋদ্ধি। তবে বাজিমাত করেছে মিঠাই। মিঠাই-সিডের নতুন প্রেমের কেমেস্ট্রিতে গত সপ্তাহের তুলনায় TRP অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
চলতি সপ্তাহে ৯.১ পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মিঠাই। ৯.২ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে মন ফাগুন। বাকি চতুর্থ আর পঞ্চম স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’, ‘সহচরী’।
চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের TRP রেটিংঃ
গাঁটছড়া – ৯.৬ (প্রথম)
মন ফাগুন – ৯.২ (দ্বিতীয়)
মিঠাই – ৯.১ (তৃতীয়)
আলতা ফড়িং – ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী – ৮.৫ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া – ৮.৪ (ষষ্ঠ)
ধুলোকণা – ৮.১ (সপ্তম)
উমা – ৭.৯ (অষ্টম)
গৌরী এল – ৭.৫ (নবম)
পিলু – ৭.৪ (দশম)
গাঁটছড়া সিরিয়ালের আমি রীতিমত দর্শক, কিন্তু এখানে আমার একটা অভিযোগ আছে, যে একটু বাস্তবকে রেখে যদি সিরিয়ালকে করা যায়, যেমন সিংহ রায়ের ফ্যামিলি স্ট্যান্ডার্ড, সবাই অনেক উচ্চমানের পড়াশোনা করেছে, কিন্তু যেটা দেখানো হচ্ছে মনে হচ্ছে যে সিংহ রায় এর বাড়ির ফ্যামিলি একেবারে মূর্খ, খড়ি যে পয়েন্টে কথাগুলো বলছে সে গুলোকে কেউ কর্ণপাত করছে না, (যেমন খরি এক জায়গায় বলল যে। রাহুলের সাথে দুতির প্রেম তো অনেকদিন আগে থেকেই তাহলে দুতির সাথে যখন ঋদ্ধিমান এর বিয়ে ঠিক হচ্ছিল তখন রাহুল কেন ঋদ্ধি কে বলল না ঋদ্ধি ও
ও ব্যাপারটাকে কর্ণপাত করলো না) তাই বলছি একটু বাস্তব নিয়ে দেখালে ভালো হতো।