প্রাইম টাইমেও টিআরপি কম! মাত্র ১ মাসেই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল

তুঁতে

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। ৫ই জুন থেকে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা সৈয়দ আরোফিন।

এই ধারাবাহিক নিয়ে প্রত্যাশা ছিল নির্মাতাদের। কিন্তু ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে সেভাবে টিআরপি অর্জন করতে পারেনি এই ধারাবাহিক। টিআরপি তুলতে নায়ক-নায়িকার বিয়ের ট্র্যাক আনা হয় কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বাধ্য হয়েই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল।

প্রাইম স্লটে থেকে ‘তুঁতে’ সিরিয়ালের টিআরপি কম থাকার জন্য এবার ধারাবাহিক থেকে বাদ পড়ল পরিচালক মনোজিত মজুমদার। হ্যাঁ, এবার থেকে এই সিরিয়ালে পরিচালনা করবেন সায়ন দাস গুপ্ত।

এর আগেও এরকম ঘটনা ঘটেছে, প্রথম দিকে ‘সাহেবের চিঠি’র ধারাবাহিকের টিআরপি কম থাকায়  বিধান পালকে বাদ দিয়ে নিয়ে নেওয়া হয়েছিল পরিচালক মনোজিত মজুমদারকে। মনোজিত বাবু পরিচালনার দায়িত্ব নেওয়ার পর টিআরপি বেড়ে ছিল কিন্তু ‘তুঁতে’-তে এই মনোজিত বাবুর জন্যই টিআরপি কম, এমনটাই মনে করা হচ্ছে বলে ধারণা প্রোডাকশনের। তাহলে কি এবার টিআরপি বাড়বে? সেটা জানা যাবে আগামীদিনে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here