বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ এই ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চর্চা হয়ে থাকত। এমনকি ওটিটি-তে এই ধারাবাহিকের চাহিদা ছিল প্রচুর। মেঘ-নীল এবং ময়ূরীর জীবনের কাহিনী দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শকেরা।
প্রথমদিকে এই ধারাবাহিক নিয়ে দর্শক আঙুল তুলেছিলেন। কারণ সেই সময় বলা হয়েছিল এই ধারাবাহিকটি বাংলার আইকনিক ধারাবাহিক ‘ইচ্ছে নদী’কে নকল করছে। যা নিয়ে একসময় ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকেরা। তবে সময়ের সাথে সাথে এই ধারাবাহিক দর্শকের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। এমনকি সন্ধ্যার সময় টিভির পর্দায় এই ধারাবাহিক দেখতে মুখিয়ে থাকতেন সকলে।
ধারাবাহিকের শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ১০ ই মার্চ টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচার হবে ‘ইচ্ছে পুতুল’। তবে কথা হচ্ছে এই ধারাবাহিক দর্শকের এত প্রিয় হলেও টিআরপিতে ব্যর্থ কেন। আগাগোড়াই এই ধারাবাহিক ভালো টিআরপি দিতে অসফল। মাঝে কয়েক সপ্তাহ একটু ভালো টিআরপি এসেছে।
টিআরপি কম থাকার জন্যই শেষ করে দেওয়া হল এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের হাত ধরেই কিছু পার্শ্বচরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা জনপ্রিয়তা পেয়েছেন রাতারাতি। তবে এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও শেষ অবধি TRP-র কাছে হার মানতে হল।
এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ধারাবাহিকের নায়ক নীল ওরফে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। ‘সিটি সিনেমা’ নামক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নীল জানান, “আমাদের ধারাবাহিক নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় সেভাবে ট্রোলড হয়নি। কারণ ট্রোলড হওয়ার মতে কিছু দেখানো হয়নি। সম্ভবত ট্রোলড হয়নি বলেই টিআরপি উঠল না। না নিলাম না তবে আর বাকি পাঁচটা ধারাবাহিক রয়েছে যারা বেশি ট্রোলড হন, তাদের টিআরপি অনেক বেশি।”