প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। ফের ‘পরিণীতা’ কে টেক্কা দিয়ে বাংলার টপার ‘আজকের নায়ক পরশুরাম’। চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এলো জগদ্ধাত্রী। টিআরপির পাঁচে জায়গা করে নিল আর্য-অপর্ণা জুটি। চলতি সপ্তাহে টিআরপি কমল রাঙামতি ধারাবাহিকের।
চলতি সপ্তাহে ৬.৫ নম্বর পেয়ে টিআরপির প্রথমে ‘আজকের নায়ক পরশুরাম’। ৬.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল পরিণীতা, রাণী ভবানী। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৬.১। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ফুলকি , চিরসখা , রাঙামতি, তাদের প্রাপ্ত নম্বর ৬.০ এবং ৫.৮ রেটিং পেয়ে পঞ্চম স্থানে রয়েছে দুই মেগা চিরদিনই তুমি যে আমার এবং আমাদের দাদামণি।
প্রথম – পরশুরাম (৬.৫)
দ্বিতীয় – পরিণীতা । রাণী ভবানী (৬.৩)
তৃতীয় – জগদ্ধাত্রী (৬.১)
চতুর্থ – ফুলকি । চিরসখা । রাঙামতি (৬.০)
পঞ্চম – আমাদের দাদামণি । চিরদিনই তুমি যে আমার (৫.৮)
ষষ্ঠ – জোয়ার ভাঁটা (৫.২)
সপ্তম – কথা (৫.১)
অষ্টম – লক্ষ্মী ঝাঁপি । তুই আমার হিরো (৪.৫)
নবম – অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ + কনে দেখা আলো (15 min) (৪.৩)
দশম – কুসুম (৪.০)