প্রকাশ পেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবারের টিআরপিতে দারুণ চমক। জি-বাংলাকে হারিয়ে টিআরপিতে এবার রাজ করছে শুধুই স্টারজলসা। এই প্রথম সেরার সেরা বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। বিদ্যা ব্যানার্জি একা নয় এবারের বেঙ্গল টপার পরশুরামও।
তবে মন খারাপ রায়ান-পারুল জুটির। চলতি সপ্তাহে ৬.৮ নম্বর পেয়ে চতুর্থ স্থানে পরিণীতা পরিবার। এবারেও প্রথম পাঁচে নেই চিরদনই তুমি যে আমার। আগের সপ্তাহের তুলনায় নম্বর ০.৩ বাড়লেও টিআরপিতে অষ্টম স্থানে জিতু-অপর্ণার জুটি।
তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে লক্ষ্মী ঝাঁপি পরিবার। ৬.২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান দখল করল লক্ষ্মী ঝাঁপি। এদিকে চতুর্থ থেকে ৬.৯ নম্বর পেয়ে সোজা তৃতীয় স্থান দখল করল ও মোর দরদিয়া।
চলতি সপ্তাহে ৭.২ নম্বর নিয়ে বাংলার টপার যুগ্মভাবে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ’ ও ‘পরশুরাম’। ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি’। ৬.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল ‘ও মোর দরদিয়া’। চতুর্থ স্থানে রয়েছে পরিণীতা, তার প্রাপ্ত নম্বর ৬.৮ এবং পঞ্চম স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি, প্রাপ্ত নম্বর ৬.৪ নম্বর।
প্রথম – প্রোফেসর বিদ্যা ব্যানার্জি । পরশুরাম (৭.২)
দ্বিতীয় – রাঙামতি (৭.১)
তৃতীয় – ও মোর দরদিয়া (৬.৯)
চতুর্থ – পরিণীতা (৬.৮)
পঞ্চম – তারে ধরি ধরি মনে করি (৬.৪)
ষষ্ঠ – লক্ষ্মী ঝাঁপি (৬.২)
সপ্তম – জোয়ার ভাঁটা (৬.০)
অষ্টম – চিরদিনই তুমি যে আমার (৫.৯)
নবম – আমাদের দাদামণি (৫.৮)
দশম – চিরসখা (৫.৭)

